আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি পেলেন অভিনেত্রী নওশাবা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 16:09:09

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নিরাপদ সড়ক আন্দোলনের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।  

বুধবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদার হোসেন এ অনুমতি দেন। আগামী ২৮ মে মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

গত বছরের ৪আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওইদিন বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও দুই শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

 

 

এ সম্পর্কিত আরও খবর