নাশকতার মামলায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বিচার শুরু

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:59:48

নাশকতার মামলায় বিএনপির নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারসহ ৫ জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

অপর আসামিরা হলেন- জুয়েল ওরফে বাঘা জুয়েল, সোলায়মান, শাখাওয়াত হোসেন সৈকত এবং আইনুল ইসলাম চঞ্চল।

সোমবার (১৩ মে) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ সময় আসামিদের মামলায় দায় থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির জামায়াতের ডাকা হরতাল-অবরোধে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীতে মহাখালী হতে সাতরাস্তাগামী একটি বলাকা মিনিবাস থেকে হৈ-চৈ শোনা যায়।

এ সময় চাদর পরিহিত এক যুবক বাস থেকে লাফ দিলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক লিটার সেভেন আপ বোতলে অকটেন পায়। তার সহযোগীকেও আটক করা হয়।

ওই মামলায় হাসান ‍উদ্দিন সরকারকে হুকুমের আসামি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর