মির্জা আব্বাসের মামলার ২ সহযোগীর অব্যাহতির আদেশ বাতিল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 08:17:38

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের দুর্নীতির মামলার দুই সহযোগীকে অব্যাহতির আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (১৫ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালতের রায় পাওয়ার পর সাতদিনের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- ন্যাশানাল হাউজিং অথরিটির ক্যাশিয়ার মো. মনসুর আলম ও সহকারী হিসাব রক্ষক মো. মতিউর রহমান।

২০১৬ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক চার্জ শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন।

বিচারিক আদালতের ওই আদেশকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টে ফৌজদারি রিভিশন মামলা দায়ের করে।

২০১৬ সালের ১৪ ডিসেম্বর অব্যাহতি আদেশ কেন বাতিল করা হবে না সেই মর্মে তিন সপ্তাহের রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুল শুনানি শেষে বুধবার রুল সঠিক বলে হাইকোর্ট রায় দিয়েছেন। এর ফলে তাদের বিরুদ্ধে মামলা চলবে।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রাফসান আল-আলভি।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করে দুদক।

২০১৪ সনের ৬ মার্চ দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে এ মামলা করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলাটি সাক্ষীর পর্যায়ে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর