‘টাউট সম্পর্কে তথ্য দিন’

, আইন-আদালত

মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:03:31

টাউটদের সন্ধান দিতে ঢাকা বার ভবনের নীচতলায় কাঁচের বক্স বসিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। স্বচ্ছ কাঁচ দিয়ে বেশ ঢাউস আকৃতির চৌকোণা এ বক্স বসানো হয়েছে। এর চারদিকে কম্পোজ করে লেখা হয়েছে ‘টাউট সম্পর্কে তথ্য দিন’।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি বার্তা২৪.কম-কে বলেন, ‘ঢাকার আদালতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না টাউটদের দৌরাত্ম্য। প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ জন টাউট ধরে মামলা দিয়ে কারাগারে পাঠানো হলেও তারা বেপরোয়া। এদিকে টাউট উচ্ছেদে বদ্ধ পরিকর ঢাকা আইনজীবী সমিতি। টাউট উচ্ছেদ বেগবান করতে এ বক্স বসানো হয়েছে।‘

তিনি বলেন, ‘এ বক্সে প্রতিদিনই টাউটদের সম্পর্কে তথ্য দিচ্ছেন আইনজীবীরা। তথ্য যাচাই বাছাই করে তাদের সমন্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অনেকে নজরে রাখা হয়েছে।’

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের সদস্য ফারহান আক্তার লুবনা বার্তা২৪.কম-কে বলেন, ‘অনেকের সমন্ধে তথ্য থাকলেও যখন তখন তাদের ধরা যায় না। তারা যখন গাউন পরে শুনানি করেন, কিংবা কোথাও আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করেন, তখন হাতেনাতে ধরতে হয়। নইলে তাদের বিরুদ্ধে চার্জ আনা যায় না। সম্প্রতি বেশকিছু টাউট ধরা খাওয়ায় অনেকে গা ঢাকা দিয়েছে।’

তিনি জানান, আদালত অঙ্গনে অন্য যেকোনো সময়ের তুলনায় টাউটের পরিমাণ অনেক বেশি। ঢাকায় আইনজীবীর সংখ্যা বেশি হওয়ায় টাউটের সংখ্যাও বেশি।

ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঢাকার নিম্ন আদালতে ৩১ জন টাউট ধরা হয়। তাদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া আরও কিছু সংখ্যক টাউটকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর গত আড়াই মাসে প্রায় ২৫ জন টাউট গ্রেফতার করা হয়েছে। একই সময়ে হাইকার্টসহ দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে অনেক টাউট আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর