বিচারাধীন মামলা নিয়ে রিপোর্টে বাধা নেই

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-14 17:40:43

আদালতে বিচারাধীন মামলা নিয়ে রিপোর্টে কোনো বাধা নেই বলে জানালেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। তিনি বলেছেন, ‘কোনো মামলার বিচার কাজ চলছে, সেই মামলার রিপোর্টিং করতে বাধা নেই। কিন্তু যদি বিচারাধীন না, কিন্তু কোর্টে মামলা আছে, সেই মামলা নিয়ে মিডিয়াকে মতামত দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, বিচারাধীন মামলা নিয়ে রিপোর্ট করা যাবে না- বিষয়টি পরিষ্কার করতেই মন্ত্রীর এই মন্তব্য।

আইনমন্ত্রী বলেন, ‘সাব জুডিশিয়াল বলতে একটা কথা আছে। আমি সাব জুডিস বলতে বুঝি এমন মামলা যেটা বিচারাধীন আছে। কিন্তু বিচার কার্যক্রম চলছে না, বিচারধীন আছে- এমন কোনো মামলার ব্যাপারে মতামত দিলে সেটার কথাই বলেছেন হাইকোর্ট। তার মানে এই না যে একটা মামলার বিচার কার্য চলছে সেটির ব্যাপারে রিপোর্টিং বন্ধ করতে বলেছে সুপ্রিম কোর্ট।’

সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বিচারাধীন মামলার রিপোর্টিং করতে পারেন। কিন্তু যেই মামলাটা বিচারাধীন না, কিন্তু মামলা আছে সেই মামলার নিয়ে যদি মতামত দেন তাহলে মিডিয়াতেই একটা ট্রায়াল হয়ে যায়। তাতে বিজ্ঞ বিচারক বা বিচারপতির বিচার করতে একটু চাপ সৃষ্টি হয়। সেই জন্যই তারা এই কথা বলেছেন।’

তিনি বলেন, ‘রিপোর্টিং আর মতামত এ দুটো আলাদা করতে হবে, আলাদা ভাবতে হবে। মামলা চলছে সেই মামলার রিপোটিং করতে কোনো বাধা নাই। কিন্তু যে মামলার কার্যক্রম চলছে না, কিন্তু মামলা আছে সেই মামলার ব্যাপারে মতামত দেওয়া থেকে বিরত থাকুন।’

এ সম্পর্কিত আরও খবর