হাত হারানো রাজীবের মামলার প্রতিবেদন ৮ জুলাই

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:03:51

রাজধানীর কারওয়ান বাজা‌রে দুই বাসের রেষারেষিতে চিপায় পড়ে ক‌লেজ ছাত্র রাজীব হোসেনের হাত হারানো মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন, বিআরটিসি বাসের ড্রাইভার অহেদ আলী (৩৫) ও স্বজন বাসের ড্রাইভার খোরশেদ (৫০)।

গত বছরের ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি বিআরটিসি বাস ও স্বজন বাসের পাল্লাপাল্লিতে দুই বাসের চিপায় পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন।

এ ঘটনায় গত ৪ এপ্রিল দুই বাস চালক‌কে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শমরিতা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত ১৬ এপ্রিল দিবাগত রাতে মারা যান রাজীব।

এ সম্পর্কিত আরও খবর