বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকসহ ২ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 14:37:31

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াছিন মোহাম্মদ আ: সামাদ তালুকদার ও লেকহেড গ্রামার স্কুলের সাবেক শিক্ষক তেহজীব করিমের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম গত ১৭ মে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ইয়াছিন আনসারুল্লাহ বাংলাটিমের আমীর মুফতি জসীম উদ্দিন রাহমানীর একনিষ্ঠ ভক্ত। তিনি বিভিন্ন জেহাদী লেকচারের ভিডিও এডিটিং করে বিভিন্ন অনলাইন গ্রুপে পোস্ট করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন।

অপর আসামি তেহজীব জামাতুল মুসলিমিন (জেএম) এর সক্রিয় সদস্য। তিনি লেকহেড গ্রামার স্কুলের সাবেক শিক্ষক। গত ২০১০ সালে তিনি ইয়ামেনের জঙ্গি নেতা আনওয়ার-আল-আওলাকির সাতে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ১০ মাস কারাভোগ করেন।

গত ১৭ মে ভোরে বনানী গাউসুল আযম মসজিদের সামনে থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

২০১৮ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিমের এসআই মনিরুল ইসলাম মৃধা মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর