সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:35:55

ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে তাকে আপত্তিকর প্রশ্ন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন তখনকার সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন। এই অভিযোগে প্রত্যাহার হওয়া ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ মে) সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করে। নুসরাতের মৃত্যুর পরদিন ১১ এপ্রিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া তিনি তা ছেড়ে দেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন নুসরাত জাহান রাফি। মামলার জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করেন ওসি। এরপর সেটি ভিডিও আকারে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এদিকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহর নির্দেশে গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় অনুসারীরা। এতে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল অগ্নিদগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ সম্পর্কিত আরও খবর