হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

, আইন-আদালত

Shimul | 2023-08-22 14:56:33

রাজধানীতে হেরোইন মামলায় মো. কামাল ওরফে ট্যাবলেট কামাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন। কামাল রাজধানীর ভাষানটেক থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর দুই আসামি সোহেল ও শাহিনকে খালাস দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ১৯ নভেম্বর কামালকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোহেল ও শাহিনের নাম প্রকাশ করায় তাদের তিনজনকে মামলায় আসামি করা হয়। পরে শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার কামালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। আর অভিযোগের সত্যতা না পাওয়ায় বাকি দু’জনকে খালাস দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরও খবর