ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধিতা করবে রাষ্ট্রপক্ষ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 22:11:11

ফেনীর সোনাগাজী থানার সাবেক পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন নিতে গেলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করবে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের এ কথা জানান।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আগাম জামিন নিতে বুধ (১২ জুন) ও বৃহস্পতিবার (১৩ জুন) সময় আছে। যদি এই সময়ের মধ্যে তিনি জামিন নিতে আসেন তাহলে রাষ্ট্রপক্ষ কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, 'নিশ্চয়ই আমরা যারা সিনিয়র আইনজীবী আছি, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল না থাকলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সেই প্রক্রিয়াতে থাকবেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। অবশ্যই আমরা থাকব মামলা যদি লিস্টে আসে। আমরা খেয়াল করেছি মঙ্গলবার (১১ জুন) এই মামলা লিস্টে নেই। লিস্টে আসলে অবশ্যই আমি থাকব বা যদি অ্যাটর্নি জেনারেল থাকেন তখন তিনি থাকবেন।’

সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের অবস্থান কী হবে? জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই আমরা সব ক্ষেত্রে যা করি তাই করব। মামলার গুরুত্ব বিচার করে অবশ্যই আমরা জামিন না পাওয়ার বিরোধিতা করব।’

উল্লেখ্য, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের নামে অশালীন প্রশ্ন করে তার বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম হোসেন। পরে তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এই মামলায় আগাম জামিন নেওয়ার সময় আছে আর দুই দিন।

আরও পড়ুন: ওসি মোয়াজ্জেম গ্রেফতার না হলে হাইকোর্টে রিট: ব্যারিস্টার সুমন

এ সম্পর্কিত আরও খবর