সাবেক মন্ত্রী নোমানের দুর্নীতি মামলার রায় পেছাল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:27:54

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে করা মামলার রায় পিছিয়েছে আদালত।

বুধবার (১২ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামি ৩০ জুন দিন ধার্য করেছেন।

এদিন মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। আবদুল্লাহ আল নোমান শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হতে সময় চেয়েছিলেন তার আইনজীবী। আদালত তা মঞ্জুর করে রায়ের জন্য এ দিন ঠিক করেন।

১৯৯৭ সালের ৭ আগস্ট নোমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায় দুদক। পরে তাকে সম্পদের হিসাব বিবরণী দুদকে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

ঐ বছরের ২৬ অক্টোবর নোমান নোটিশটি গ্রহণ করেন। কিন্তু তিনি দুদকে কোনো হিসাব বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি।

এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে এ মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর