পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন ওসি মোয়াজ্জেম

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-22 20:35:47

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন নিজের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ার পর পলাতক থেকে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন। সোমবার (১৭ জুন) সাইবার ট্রাইব্যুনালে শুনানির সময় এ মন্তব্য করেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

শুনানিতে তিনি ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধিতা করেন। বলেন, ২০ দিন আগে ট্রাইব্যুনাল সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০ দিন পর তাকে গ্রেফতার করে পুলিশ।

‘যিনি আইনের রক্ষক ছিলেন; পুলিশ বাহিনীর হয়ে আইনের ক্ষমতা প্রয়োগ করেছেন। তার বিরুদ্ধে পরোয়ানা জারির পর আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালত আত্মসমর্পণ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সাধারণ জনগণের মতো ওয়ারেন্টকে ভয় পেয়ে পলাতক হন। পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। এতে তিনি পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন।’

আদালত বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন আদালত। পরে ওসি মোয়াজ্জেমের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ওসি মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর নির্দেশ

এ সম্পর্কিত আরও খবর