২ মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 11:44:29

দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে আরো দু’টি মামলায় দণ্ডিত হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

একই সঙ্গে কেন তাকে জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ জামিন দেওয়া হয়।

এর আগে সোমবার এ দুই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, নওশাদ জমির ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

আদেশের পর ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানহানির অভিযোগে দায়ের করা দু’টি মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ দু’টি মামলাই মামুলি মামলা। বলা যায়, কোনো মামলাই না। দু’টি মামলাই জামিনযোগ্য। বিচারিক আদালত জামিনযোগ্য মামলায় জামিন দিতে বাধ্য হলেও জামিন পাননি বিএনপি চেয়ারপারসন। এর প্রেক্ষিতে আমরা হাইকোর্টে এসেছিলাম। আমরা আপিল বিভাগের বিভিন্ন মামলার নজির দেখিয়েছি, যেখানে জামিনযোগ্য মামলায় আপিল বিভাগের পর্যবেক্ষণ রয়েছে।’

মওদুদ আরো বলেন, ‘জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছে, চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে। ওই দুই মামলায় নথি আসতে আরো ১২ দিন বাকি। আশা করি, ১২ দিন পর ওই দুই মামলায় তার জামিন শুনানি হবে।’

২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদ সভাপতি এ বি সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ওই বছরের ১৪ অক্টোবর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’

এ বি সিদ্দিকী ২০১৭ সালের ২৫ জানুয়ারি আরেকটি মানহানির মামলা দায়ের করেন। তাতে অভিযোগ করা হয়, `বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কটূক্তি করেন খালেদা জিয়া।’

এ সম্পর্কিত আরও খবর