ধর্ষণ মামলার প্রতিবেদন দেরিতে দেওয়ায় চিকিৎসককে তলব

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:55:27

গণধর্ষণের মামলায় বিলম্বে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন না দেওয়ার ব্যাখ্যা জানাতে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক সোহেলী সুলতানাকে আগামী ১০ জুলাই হাজির হতে তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ জুন) ওই মামলার এক আসামির জামিন চেয়ে করা আবেদনের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে ধর্ষণের ঘটনায় স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের পর বিষয়টি আদালতের নজরে আসে। এরপর আদালত প্রভাষক সোহেলী সুলতানাকে তলবের আদেশ দেন।

আদালতে আসামি সাকেরুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আইনজীবী সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছা থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম হারগাছা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৩ মার্চ সাকেরুল ইসলামসহ দুজন গ্রেফতার হন। অথচ প্রায় একমাস পরে ১ এপ্রিল ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেন ওই চিকিৎসক।

এ মামলার আসামি সাকেরুল ইসলাম নিম্ন আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন মেলেনি। এ কারণে গত ১৮ এপ্রিল হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

আসামি পক্ষ জামিন আবেদনে দাবি করেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষায় জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তখন আদালত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনসহ হাজির হতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশ অনুসারে আদালতে হাজির হয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর