মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণের পরিপত্র বাতিলের রায় বহাল

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 04:27:44

মুক্তিযোদ্ধার বয়স ১২ বছর ছয় মাস নির্ধারণের পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনে সাড়া না দিয়ে আগামী ২৩ জুন এ বিষয়ে নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। 

বুধবার (১৯জুন) আপিল বিভাগের চেম্বার জজ মো. নুরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও  ওমর সাদাত।

২০১৮ সালের ১৭ জানুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে ১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ১২ বছর ছয় মাস নির্ধারণ করে। তার আগে মুক্তিযোদ্ধা নির্ধারণের ন্যূনতম বয়স ছিল ১৩ বছর।

ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ জন মুক্তিযোদ্ধা রিট  আবেদন করেন। রুল জারির পর গত ১৯ মে চূড়ান্ত রায়ে পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এ সম্পর্কিত আরও খবর