পুলিশের হাত থেকে পালিয়েছে জোড়া খুনের আসামি

, আইন-আদালত

Fayazul Islam | 2023-08-23 01:49:53

ফরিদপুরে আদালতের রায়ের পর পুলিশের হেফাজত থেকে পালিয়েছে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি।

বুধবার (১৯ জুন) দুপুরে আদালতের রায়ের পর আসামিদের জেল হাজতে নেওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামি আফসার ফকির পালিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি এফ এম নাছিম ঘটনা নিশ্চিত করে জানান, আদালত থেকে আসামিদের জেল হাজতে নিয়ে যাচ্ছিলেন এস আই শাহ আলম। এ সময় সেখানে আসামিদের স্বজনদের প্রচুর ভিড় ছিল। এরই এক ফাঁকে অসাবধানতাবসত আফসার ফকির পালিয়ে যায়।

তবে তাকে দ্রুত পুলিশ হেফাজতে নেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সালথা উপজেলার নটখোলা গ্রামে গঞ্জর খা ও মুসা মোল্লা নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার (১৯ জুন) ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় ১৩ জনের মধ্যে ১১ আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দুজন সোহরাব ফকির ও জাকির খান পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- মান্নান খান, সুরমান খা, মাজেদ খা, ওয়াজেদ খা, রাশেদ খা, সিদ্দিক ফকির, সোহরব ফকির, আফসার ফকির, ফজলু ফকির, রহমান খা, রেজাউল খা, জাকির খান, ওসমান ফকির।

ফরিদপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ২০০৩ সালের ২৩ ডিসেম্বর সকালে নটখোলা গ্রামে এক গ্রাম্য সালিশে বাগবিতণ্ডার জেরে অভিযুক্তরা গঞ্জর খা ও মুসা মোল্লাকে কুপিয়ে হত্যা করে তারা।

এ সম্পর্কিত আরও খবর