সুপ্রভাত বাসের অধিকতর তদন্তে নতুন আসামির খোঁজ মেলেনি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:47:11

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া ঘাতক সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক ও চালকের বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদনে নতুন কোনো আসামির খোঁজ পায়নি পুলিশ।

গত ২৪ এপ্রিল ঘাতক বাসটির মালিক ননী গোপাল সরকার, চালক সিরাজুল ইসলাম, কন্ডাক্টর মো. ইয়াছিন আরাফাত ও হেলপার মো. ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ।

চার্জশিট দাখিলের পর ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে উল্লেখ করে অধিকতর তদন্তের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।

কিন্তু গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর কাজী শরিফুল ইসলাম আদালতে নতুন প্রতিবেদন দাখিল করেন। তাতে উল্লেখ করেন যে সকল গুপ্তচর ও সাক্ষি ঘটনার সঙ্গে অন্যান্য আসামিরা জাড়িত আছে মর্মে তথ্য প্রদান করেছিল পরবর্তীতে তারা আসামি ও ঘটনা সংক্রান্তে নতুন কোন সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে পারেনি।

গত ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৪১৩৫) বাসটি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আবরারকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় গুলশান থানায় মামলা হয়, পরে বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিরাজুল জানায়, ভিক্টোরিয়া পার্ক থেকে ছেড়ে আসা সুপ্রভাত বাসটি শাহজাদপুর বাঁশতলা অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয়। এতে গুরুতর জখম হয় মুক্তা।

ওই ঘটনায় যাত্রীরা চালক সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশকে হস্তান্তর করে। পরবর্তীতে জনতা বাসটির ক্ষতিসাধন করতে পারে, এমন আশঙ্কায় ইয়াসিন আরাফাত (হেলপার) মালিকের নির্দেশে দ্রুত ঘটনাস্থল থেকে বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই গাড়ির নিচে চাপা পড়ে আরবার।

এ সম্পর্কিত আরও খবর