ফিটনেস নবায়ন হয়নি সাড়ে ৪ লাখ যানবাহনের

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 17:19:09

সারা দেশে ফিটনেস নবায়ন করা হয়নি চার লাখ ৫৮ হাজার ৩৬৯টি যানবাহনের। এর মধ্যে শুধু রাজধানীতেই আছে এক লাখ ৬৮ হাজার ৩১৮টি ফিটনেস নবায়ন না করা যান।

এ সংক্রান্ত স্বপ্রণোদিত একটি রুলের শুনানিতে সোমবার (২৪ জুন) হাইকোর্টকে এ তথ্য দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই শুনানি হয়।

গত ২৭ মার্চের তলব-আদেশের প্রেক্ষিতে সকালে বিআরটিএ পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানি হাইকোর্টে হাজির হন। পরে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

আদালত আদেশ দেন, জেলাভিত্তিক যেসব গাড়ির ফিটনেস নেওয়া হয়েছে কিন্তু নবায়ন করা হয়নি, সেসব যানবাহনের বিস্তারিত তালিকা আগামী ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে জমা দিতে হবে। তাছাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলেছে হাইকোর্ট। 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনুদ্দিন মানিক এবং বিআরটিএ'র পক্ষে ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। 

এ সম্পর্কিত আরও খবর