ঋণ খেলাপিদের তালিকার রিটে পক্ষভুক্ত হতে চায় বিএবি

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 15:36:40

ব্যাংকের ঋণ খেলাপিদের তালিকা, ঋণের বিপরীতের সুদ মওকুফ ও সুদ মওকুফে অনিয়মের তালিকা চেয়ে করা রিট আবেদনে পক্ষভুক্ত হতে আবেদন করেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

সোমবার (২৪ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ আবেদন করা হলে আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত।

আদালতে রিট আবেদনের আইনজীবী মনজিল মোরসেদ বিএবি পক্ষভুক্ত হতে পারে কি না সে বিষয়ে জবাব দিতে চাইলে এ দিন ধার্য করা হয়। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান। বিএবির পক্ষে ছিলেন আইনজীবী শাহ মো. মঞ্জুরুল হক।

গত ১৬ মে শুনানি শেষে ২৪ জুনের মধ্যে ঋণ খেলাপিদের তালিকা দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, সোমবার (২৩ জুন) দুপুর ২টায় ঋণ খেলাপিদের তালিকা দাখিল করা হবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ঋণ খেলাপির তালিকা দাখিল না করায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি ১৫ দিনের মধ্যে তা দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর