ফেনসিডিলের মামলা: তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-07-06 18:33:09

ধানমন্ডি থানায় দায়ের করা ফেনসিডিলের এক মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত তিন আসামি হলেন- ওমর ফারুক, খোকন এবং আনোয়ার হোসেন।

আসামি ফারুক পলাতক আছেন। অপর দুইজনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০০৫ সালের ৯ ফেব্রয়ারি রাজধানীর ধানমন্ডি থানাধীন নীলক্ষেত এলাকায় বাবুপুরার একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ১৬টি চটের বস্তার মধ্যে দুই হাজার তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

রায় ঘোষণার আগে আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর