জামিন পেয়েছেন প্রাণের এমডি

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 23:15:52

নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগের মামলায় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরী জামিন পেয়েছেন। গতকাল রোববার (২৩ জুন) তার বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিশুদ্ধ খাদ্য আদালত।

প্রাণ গ্রুপের এমডি আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে সোমবার (২৪ জুন) শুনানি শেষে বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট জামিন আবেদন মঞ্জুর করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য আদালতের প্রসিকিউটর মো: কামরুল হাসান বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদ গুঁড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে প্রাণের এমডির বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

কামরুল হাসান বলেন, প্রাণের এমডি আহসান চৌধুরী ২৩ জুন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ তিনি নিজ অসুস্থতার প্রমাণপত্র নিয়ে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।  আদালত তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরও খবর