ভাগ্নের জামিন নামঞ্জুরের খবরে আদালতেই খালার মৃত্যু

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:21:38

ভাগ্নের জামিন নামঞ্জুর হওয়ার আদেশ শুনে অসুস্থ হয়ে আদালতের বারান্দায় মারা গেলেন আসামির খালা জোহরা (৫০)।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং দেউলিয়া বিষয়ক আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

২০১৮ সালের ৫ অক্টোবর ৭২৫ পুরিয়া (১৫২ গ্রাম) হেরোইন রাখার অভিযোগে ঢাকার দোহার থানাধীন বরইক্রাসি গ্রামের আমির আলী মাদবরের ছেলে মো. রুবেলের (২৭) নামে মামলা হয়।

ওই বছরের ২১ নভেম্বর পুলিশ রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে মামলাটি বিচারের জন্য ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং দেউলিয়া বিষয়ক আদালতে বিচারের জন্য পাঠানো হয়।

মঙ্গলবার মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আসামি রুবেলের জামিনের আবেদন করা হয়। গত ৮ মাস তিনি কারাগারে আটক আছেন।

রুবেলের আইনজীবী রজব হোসেন বলেন, 'মঙ্গলবার আসামির জামিনের শুনানির সময় খালা জোহরা এবং বোন বেবি হাজির ছিলেন। শুনানির পর বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে দেন। আদালত কক্ষেই ছিলেন খালা জোহরা।

তিনি জানান, জামিন না মঞ্জুরের খবরে আদালত কক্ষেই অসুস্থ হয়ে পড়েন জোহরা। তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার জন্য আদালতের বারান্দায় আনা হলে সেখানেই তিনি মারা যান।

তবে আদালতের পেশকার বলেন, 'ওই মামলায় জামিন শুনানির সময়ই ওই মহিলা আদালতের বারান্দায় চিল্লাচিল্লি শুরু করেন। বিচারক তাকে ডেকে শান্ত হতে বলে আদেশ পরে দেবেন বলে আদেশ দেন।'

পরে জানতে পারি, ওই মহিলা আদালতের বারান্দায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিচে নামানোর সময় লিফটেই মারা যান।

এ সম্পর্কিত আরও খবর