খুনিদের পালানো ঠেকাতে রেড অ্যালার্ট জারির নির্দেশ

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:35:07

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিরা যাতে পালিয়ে না যেতে পারে এজন্য পুলিশের মহা-পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা আড়াইটার দিকে এই নির্দেশনা দেন আদালত।

আদালত বলেছেন, 'যেই দুইজনকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকতে দেখা গিয়েছে, তারা চিহ্নিত দুষ্কৃতিকারী ছিলেন। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে আমরা একাধিক পত্রিকায় দেখেছি।'

আদালত আরও বলেন, 'এই খুনিদের বিষয়ে পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল।'

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। ভিক্টিমের পিতা মামলাটি দায়ের করেন। এই ঘটনায় ছোটন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে দুপুর ২টার মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে হাইকোর্টকে অবগত করার নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এ সম্পর্কিত আরও খবর