অপ্রয়োজনীয় সিজার রোধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:35:46

অপ্রয়োজনীয় সিজার রোধে নীতিমালা প্রণয়নের উদ্দেশে এক মাসের মধ্যে কমিটি গঠনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই কমিটিকে নীতিমালা প্রণয়ন করে হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ জুন) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জনস্বার্থে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত। রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মেডিক্যালি অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে কার্যকর তদারকিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর আইনজীবী রাশনা ইমাম বলেন, ‘একমাসের মধ্যে একটি কমিটি গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা ছয় মাসের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করে আদালতে জমা দেবেন।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শতকরা ১০ থেকে ১৫ ভাগের বেশি সিজারিয়ান অপারেশন অপ্রয়োজনীয়। অথচ বাংলাদেশে এটার হার প্রায় ৩১ শতাংশ। বেসরকারি হাসপাতালগুলোতে ৮৩ শতাংশ এবং সরকারী হাসপাতালে ৩৫ শতাংশ। এনজিও হাসপাতালগুলোতে ৩৯ ভাগ। এই যে হার এটা উদ্বেগজনক। এটা থামাতে রিট আবেদনটি করা হয়েছে।’

‘আদালতে চীন ও ব্রাজিলের উদাহরণ তুলে ধরে বলেছি, এই দুটি দেশে নীতিমালা করার পর অবস্থার উন্নতি হয়েছে। আমাদের গ্রামের প্রাইভেট হাসপাতালগুলো কোনো ধরণের সরকারি মনিটরিং ছাড়াই সিজারিয়ান অপারেশন হচ্ছে। এতে অনেকের অমানবিক মৃত্যুও ঘটেছে।’

এর আগে গত ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করতে হাইকোর্টের একটি বেঞ্চের অনুমতি নিয়েছিলেন। তবে রিট আবেদনটির শুনানি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর