আগাম জামিন নিতে হাইকোর্টে ডিআইজি মিজান

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 03:12:17

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মিজানুর রহমান।

সোমবার (১ জুলাই) সকাল সোয়া ১০ টায় তিনি হাইকোর্টে আসেন। দুপুর ২ টায় তার আগাম জামিনের শুনানি হবে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ আবেদনের শুনানি হবে। ডিআইজি মিজানের পক্ষে শুনানি করবেন আইনজীবী আসাদুজ্জামান।

এর আগে রোববার (৩০ জুন) আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। 

আরও পড়ুন: ডিআইজি মিজানের আগাম জামিন আবেদন

এ সম্পর্কিত আরও খবর