ডিআইজি মিজানকে পুলিশে সোপর্দের নির্দেশ হাইকোর্টের

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 11:08:26

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় পুলিশের বিতর্কিত ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মিজানুর রহমানকে পুলিশের হাতে সোপর্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত  বলেছেন, তিনি পুলিশের ইমেজ ধ্বংস করেছেন।

রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার এসে তাকে নিয়ে যাবেন। ডিআইজি মিজান হাইকোর্টের এজলাসে রয়েছেন।

সোমবার (১ জুলাই) বিকাল ৩ টা ৪১ মিনিটে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ডিআইজি মিজানের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

পুলিশ হেফাজতে নেয়ার পর ঢাকার বিশেষ জজ আদালতে তাকে হাজির করতে বলা হয়েছে হাইকোর্টের আদেশে।

দুদকের করা অর্থ আত্মসাতের এ মামলার অপর আসামি ডিআইজি মিজানের ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে ৭২ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এ সম্পর্কিত আরও খবর