এলডিপি মহাসচিবের অন্তর্বর্তীকালীন জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:32:14

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলিসহ গ্রেফতার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) তাকে বিমানবন্দর থানার একটি জিডি মূলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় জামিনের আবেদন করেন তার আইনজীবী আব্দুল মোতালেব। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিমান চন্দ্র মণ্ডল ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৫ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১ জুলাই) সকালে ৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ।

পুলিশ ফরোয়ার্ডিংয়ে বলা হয়, 'সোমবার সকালে চট্টগ্রাম যাবার জন্য তিনি ব্যাগ স্ক্যানিংয়ে দিলে একটি ম্যাগাজিন ও ৭টি গুলি পাওয়া যায়।'

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক এ মন্ত্রী জানিয়েছেন, এটি তার লাইসেন্স করা পিস্তলের, এগুলো ব্যাগে রাখা ছিল। ভুলক্রমে গুলিগুলো নিয়ে এসেছেন। এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে এলডিপি মহাসচিব গুলিসহ আটক

এ সম্পর্কিত আরও খবর