ইউনিভার্সেল মেডিকেলের এমডিকে তলব

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 11:35:40

রোগীর মৃত্যুর পরও চিকিৎসাধীন দেখিয়ে বিল ধরিয়ে দেওয়ায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে আদালতে।

মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

গত ২১ জুন চিকিৎসাধীন অবস্থায় ইউনিভার্সেল হাসপাতালে মারা যান শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। তার বাড়ি় লক্ষ্মীপুরের রামগঞ্জে। গত ১৪ মে কিডনির সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়ে়ছিলেন তিনি।

মৃত শহীদুলের স্বজনদের অভিযোগ, এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা তাদের জানায়নি। ২১ জুন সন্ধ্যায় শহীদুলের স্বজনরা হাসপাতালের কর্মকর্তাদের কাছে রোগীর অবস্থা জানতে চাইলে মারা যাওয়ার কথা বলা হয় তাদের।

শহীদুল ইসলামের ছেলে কামাল অভিযোগ করেন, তার বাবাকে ২০ দিনে ২৩টি ডায়ালাইসিস দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় মৃত রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হামলা-ভাঙচুর ও মামলার ঘটনায় রোগীর স্বজনরা হাইকোর্টে জামিন আবেদন করেন।

আদালতে রোগীর স্বজনদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ সম্পর্কিত আরও খবর