শিশু সায়মা হত্যায় আসামি হারুনের স্বীকারোক্তি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 06:07:47

রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে ধর্ষণের পর শিশু সামিয়া আফরিন সায়মা হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন আসামি হারুন অর রশিদ।

সোমবার (৮ জুলাই) আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালত সূত্র জানায়, দুপুর ১টা ১০ মিনিটে জবানবন্দি গ্রহণের জন্য তাকে বিচারকের খাস নেওয়া হয়। ৪টা ২৫ মিনিটে তাকে খাসকামরা থেকে বের করা হয়। জবানবন্দি দেওয়ার আগে চিন্তাভাবনা করার জন্য তাকে ৩ ঘণ্টা সময় দেওয়া হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর জবানবন্দি প্রদান শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ জুলাই হারুনকে গ্রেফতার করে পুলিশ। ৬ জুলাই সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় এ মামলা করেন।

গত ৫ জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনগ্রামের একটি নবনির্মিত ভবনের অষ্টম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মার মৃতদেহ পাওয়া যায়। ওই ভবনেরই ছয়তলায় পরিবারের সাথে থাকতো সায়মা। সে ওয়ারী সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়তো।

আরও পড়ুন: সায়মা হত্যা মামলায় স্বীকারোক্তি দিচ্ছেন হারুন

এ সম্পর্কিত আরও খবর