জামিন পাননি ওসি মোয়াজ্জেম

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 12:17:35

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিও ভাইরালের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ জুলাই) জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত এ খারিজ আদেশ দেন।

আদালতে ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১ জুলাই সংশ্লিষ্ট বেঞ্চে জামিন আবেদন করার অনুমতি চান ওসি মোয়াজ্জেম। পরে জামিন আবেদন করার অনুমতি পান তিনি।

গত ১৭ জুন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সাইবার ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর গত ১৬ জুন মোয়াজ্জেম হোসেনকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

গত ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।

এ সম্পর্কিত আরও খবর