৭ খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর হোসেনের দুর্নীতির মামলা চলবে

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 04:27:35

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ফলে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালতে এ মামলার বিচার চলতে আর বাধা থাকল না।

বুধবার (১০ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।

নুর হোসেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের ভূমি উন্নয়ন করের পাঁচ লাখ টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন। বিষয়টি তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর তদন্তে প্রমাণিত হলে পরিদর্শক ঋত্বিক সাহা ২০০২ সালের ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মো. আবুল হোসেন ২০১১ সালের ১৯ জুলাই নুর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৩ সালের ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত বিলম্বে মামলা দায়ের করার যুক্তিতে নুর হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এ অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদক ২৩ এপ্রিল ২০১৫ সালে হাইকোর্টে ফৌজদারি রিভিশন দায়ের করে দুদক। এ রিভিশন আবেদনে একই বছরের ২৮ জুন নুর হোসেনকে অব্যাহতি দেওয়া কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাত খুনের মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট নুর হোসেনসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর এ মামলার পুর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে। পরে রায়ের বিরুদ্ধে নুর হোসেনসহ অপর আসামিরা আপিল করেন। যা আপিল বিভাগে এখনও বিচারধীন।

এ সম্পর্কিত আরও খবর