যুক্তরাজ্য গেছেন এইচআরপিবি‘র প্রেসিডেন্ট মনজিল মোরসেদ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 17:43:11

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)  প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ যুক্তরাজ্য গেছেন। এইচআরপিবির যুক্তরাজ্য শাখা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিবেন তিনি।

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এইচআরপিবি।

আগামী ২৮ জুলাই ইস্ট লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এ সম্মেলন হবে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি সংসদ সদস্য (এমপি) রুশনারা আলী, সংসদ সদস্য মুকাব্বির খান, যুক্তরাজ্যের ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমাউন কবির, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। এতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এইচআরপিবি’র প্রতিনিধিরা অংশ নেবেন।

মনজিল মোরসেদ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের নানাবিধি আইনগত সমস্যার বিনা ফিতে পরামর্শ দেবেন।

আগামী ৩০ জুলাই তার দেশে ফেরার কথা।

এ সম্পর্কিত আরও খবর