ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ঘরে ঘরে আতঙ্ক: হাইকোর্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 16:36:56

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ আমদানি করতে কতদিন সময় লাগবে তা হলফনামা আকারে বেলা ২টার মধ্যে জানাতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আদালত বলেছেন, ‘ওষুধ ব্যবহার হচ্ছে কাজ হচ্ছে না কেন? ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ঘরে ঘরে মানুষ আতঙ্কিত। অনেক রোগী হাসপাতালে যাচ্ছে না। তারা গেলে রোগীতে ভর্তি থাকতো হাসপাতাল।’

এ সময় আইনজীবীর মাধ্যমে হলফনামা জমার নির্দেশ দিয়ে আদালত বেলা ২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন।

এর আগে সকাল সোয়া দশটার দিকে আদালতে হাজির হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। আদালত শুনানিতে তাদের বক্তব্য শোনেন।

আদালতে ঢাকা উত্তরের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু ও দক্ষিণের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

শুনানিতে বিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘ডেঙ্গু একটি বৈশ্বিক সমস্যা। এশিয়ার থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইনে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমরা যখন মেডিকেলে পড়েছি তখন এ রোগের নাম শুনিনি। আমরা ওষুধ এনেছি। তবে তা কার্যকর হচ্ছে না।’

গত ২২ জুলাই দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে হাইকোর্ট বৃহস্পতিবার বেলা ১১টায় তলব করেছিলেন। সে নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা আদালতে হাজির হন।

এ সম্পর্কিত আরও খবর