এবার প্রাণ ও ফার্ম ফ্রেশের দুধ উৎপাদনে বাধা কাটলো

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:20:04

প্রাণ মিল্ক ও আকিজ ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিপণনের নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে কোম্পানি দুইটি আগের মতোই যথারীতি দুধ উৎপাদন ও বিপণন করতে পারবে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অনুমোদিত আড়ং, প্রাণ ও ফার্মফ্রেশসহ ১৪ ব্যান্ডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহ বন্ধ রাখতে গত ২৮ জুলাই আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাণ ও ফার্মফ্রেশের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুলাই) চেম্বার জজ বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন। আদালতে দুই কোম্পানির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটার) আবেদনে প্রথম স্থগিতাদেশ দেন চেম্বার জজ আদালত। স্থগিতাদেশ নিয়ে মিল্কভিটা পুনরায় উৎপাদনে যায়।

বাকি ১১টি পাস্তুরিত দুধ কোম্পানিও স্থগিতের আবেদন করেছে।

রোববার (২৮ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অনুমোদিত আড়ং, প্রাণ ও ফার্ম ফ্রেশসহ ১৪ ব্যান্ডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি পাস্তুরিত দুধ কেনা ও বিক্রিতে সতর্ক থাকতে বলেন। এ ১৪ ব্র্যান্ডের উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতির অ্যান্টিবায়োটিক ও ধাতব উপাদানের (সিসা) উপস্থিতি থাকায় আদালত এ নিষেধাজ্ঞা দেন।

১৪টি ব্র্যান্ড হলো- আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘ফার্ম ফ্রেশ মিল্ক’, আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’, বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’, বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টেও ‘আড়ং ডেইরি’, ডেনিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’, ইছামতি ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টসের ‘পিউরা’, ঈগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু; , প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণ মিল্ক’, উত্তরবঙ্গ ডেইরী লিমিটেডের ‘মিল্ক ফ্রেশ’, শিলাইদাহ ডেইরীর ‘আল্ট্রা’, পূর্ববাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ এবং তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের ‘তানিয়া’।  

আদালতের নির্দেশে চারটি গবেষণা প্রতিবেদনের পর শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে মিল্কভিটা।

এ সম্পর্কিত আরও খবর