মোবাইল চুরির অভিযোগে হত্যা: ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 23:11:48

পুরান ঢাকার কোর্ট হাউজ স্ট্রিটে মোবাইল চুরির অভিযোগে রজব নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রহিম ওরফে আরিফ, জিকু ও আবু বক্কর সিদ্দিক ওরফে টাইগার। তিন আসামিই পলাতক রয়েছেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মন্টি, মো. মিলন, আকাশ ওরফে রাসেল, ফরহাদ হোসেন ওরফে ফরহাদ, সজিব আহমেদ খান, শাহীন চান খাদেম ও মোহাম্মদ আলী হাওলাদার বাবু।

আসামিদের মধ্যে মোহাম্মদ আলী হাওলাদার বাবু ছাড়া বাকি সব আসামিই পলাতক। এছাড়াও তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামি রাজ কুমার, রুবেল ও শুককুর আলী মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিবরণে বলা হয়, 'ঢাকার নবাবপুর রোডে ফ্লেক্সিলোড করতে গেলে মোবাইল চুরির তর্কিত অভিযোগে ২০১১ সালের ২৪ জুলাই রাত ৯টার সময় রজবকে কোর্ট হাউজ স্ট্রিটে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।'

ওই ঘটনায় নিহতের ভাই জুম্মন কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর