এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড মামলার প্রতিবেদন পেছাল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:54:58

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ আগস্ট) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন কোন প্রতিবেদন আদালতে দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আগামি ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

এদিন ভবনটির বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলাম এবং ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক আদালতে হাজিরা দেন।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টায় গুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ মার্চ বনানী থানায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন।

 

এ সম্পর্কিত আরও খবর