৯ম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 17:43:13

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থিতাবস্থা জারি করা হয়েছে।

একইসঙ্গে অংশীজনদের (স্টেক হোল্ডার) সুপারিশ ও আপত্তি বিবেচনা না করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, তথ্য সচিব,  শ্রম ও কর্মসংস্থান সচিব ও ওয়েজবোর্ড চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৬ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।

এ সম্পর্কিত আরও খবর