চামড়ার দর কমায় বিচারিক তদন্ত চেয়ে রিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 04:38:11

ঈদুল আজহায় পশুর চামড়ার দর কমে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে চামড়ার দর কমার জন্য বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে রুল জারির আর্জি রয়েছে রিটে।

রোববার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন হানিফ (ফরহাদ)।

হাইকোর্টের দুটি বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রিট আবেদনটি অপর কোনো এখতিয়ারবান বেঞ্চে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আইনজীবীকে।

এবারের ঈদুল আজহায় পশুর চামড়ার দর কমে যায়। ক্ষুব্ধ অনেকে কোরবানির চামড়া পুঁতে ফেলেছেন। আবার অনেকে রাস্তায় ফেলে রাখায় চামড়া পচে গেছে। এক লাখ টাকার গরুর চামড়া ২০০ টাকা এবং একটি বড় ছাগলের চামড়া ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সিন্ডিকেটকে চামড়ার মূল্য কমার জন্য দায়ী করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর