কুমিল্লার মামলায় জামিনের মেয়াদ বাড়ল খালেদার

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 05:11:38

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট।

এ মামলায় জামিনে থাকলেও জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় জামিন না থাকায় খালেদা জিয়ার কারামুক্তি আটকে আছে।

জামিনের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

গত ৬ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হত্যা মামলায় হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের পেট্রোলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।

আরও পড়ুন: কুমিল্লার মামলায় জামিন আবেদন করেছেন খালেদা জিয়া

আরও পড়ুন: খালেদার জামিন আবেদন খারিজ

আরও পড়ুন: জামিনের মেয়াদ বাড়লো খালেদা জিয়ার

এ সম্পর্কিত আরও খবর