স্ত্রীসহ গোয়ালন্দ থানার সাবেক ওসির কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 11:35:53

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ থানার সাবেক ওসি ও তার স্ত্রীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—গোয়ালন্দ থানার সাবেক ওসি (অব.) সাইফুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া ইসলাম অনু।

বুধবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে সাইফুল ইসলামকে ৭ বছর ও তার স্ত্রী অনুকে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি সাইফুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড ও তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় ২ বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ২৭(১) ধারায় ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব ধারার সাজা একই সঙ্গে চলবে।

২০১০ সালের ২২ জুন রমনা থানায় মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার।

এ সম্পর্কিত আরও খবর