হাইকোর্টের ৩ বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয়নি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 15:52:58

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হককে বিচার কাজ থেকে বিরত রাখা হয়।

সুপ্রিম কোর্টের প্রশাসনের এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, আজকের কার্যতালিকায় তিন বিচারপতির নাম নেই। এ বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

হাইকোর্টের বৃহস্পতিবারের কার্যতালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কার্যতালিকা করে বিচারপতিদের এখতিয়ার ও অধিক্ষেত্র ভাগ করে দেন।

আগের দিন বুধবার এ তিন বিচারপতির বেঞ্চ ও এখতিয়ার ছিল। তারা দেওয়ানি মামলার রুল ও আবেদন শুনতেন।

মূল ভবনের ১০ নম্বর এজলাসে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপ বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ দ্বৈত বেঞ্চে বসতেন। বিচারপতি কাজী রেজাউল হক মূল ভবনের ৬ নম্বর এজলাসে এবং বিচারপতি এ কে এম জহিরুল হক অ্যানেক্স ভবনের ৩০ নম্বর এজলাসে বসতেন।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। দুই বছর স্থায়ী বিচারপতির শপথ নেন তিনি।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক ২০১০ সালের ১৮ এপ্রিল অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারপতি হন তারা।

এ সম্পর্কিত আরও খবর