কোটা আন্দোলনের তিন নেতার মামলার কার্যক্রম স্থগিত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 23:23:36

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

তিন ছাত্র নেতা হলেন- মো. রাশেদ খান, মো. শাখাওয়াত হোসেন রাতুল এবং লুৎফুননাহার লুমা।

রোববার (২৫ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পৃথক তিনটি আবেদনে মামলার তদন্ত কার্যক্রম চ্যালেঞ্জ করেন তারা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদেশের পর জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, 'সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারায় মো. রাশেদ খান, মো. শাখাওয়াত হোসেন রাতুল এবং লুৎফুননাহার লুমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত বছর ৮ অক্টোবর সরকার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস করে। ওই আইনের পর আগের আইনে এদের বিরুদ্ধে মামলার তদন্ত চলছিল। এর প্রেক্ষিতে মামলার তদন্তের বৈধতা চ্যালেঞ্জ করেন তারা।'

আদালত তদন্ত কার্যক্রম স্থগিতের পাশাপাশি তদন্ত কার্যক্রম কেন কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এ সম্পর্কিত আরও খবর