জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা হত্যায় চারজনের সাক্ষ্যগ্রহণ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 16:56:15

 

রাজধানীর উত্তরায় জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা হত্যা মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

সাক্ষীরা হলেন- উত্তরা সিটি হোমস আবাসিক হোটেলের পরিচালক শাহদাত ফিরোজ শিকদার, সিকিউরিটি গার্ড মো. বোরহান, মো. আব্দুল খালেক ও মো. শাহজাহান।

এ নিয়ে মামলাটিতে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

রোববার (১ সেপ্টেম্বর) তারা ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীনের আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- এইচএম জাকির হোসেন পাটোয়ারী ওরফে রতন, মারুফুল ইসলাম, রাশিদুল ইসলাম বাপ্পি, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও ডা. বিমল চন্দ্র শীল। সব আসামিরা জামিনে আছেন।

২০১৫ সালের ২৬ অক্টোবর নিখোঁজ হন মিয়াতা। ২৯ অক্টোবর তার লাশ গোপনে উত্তরার একটি কবরস্থানে দাফন করা হয়।

২০০৬ সাল থেকে জাপানি ওই নারী বাংলাদেশে বাস করছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বাংলাদেশে রয়ে যান।

২০১৫ সালের ২৬ অক্টোবর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায় তার পরিবার। মিয়াতার মা ঢাকার জাপানি দূতাবাসকে বিষয়টি জানালে ১৯ নভেম্বর জাপানের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে ওই ঘটনায় উত্তরা-পূর্ব থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে ২২ নভেম্বর মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ জুন মামলাটি তদন্ত করে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া ওই ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ সম্পর্কিত আরও খবর