পাঠাও চালক খুনে সুমনের স্বীকারোক্তি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:40:49

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক মো. মিলনকে (৩৫) গলা কেটে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার আসামি নুরুজ্জামান ওরফে সুমন।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. নুরুল ইসলাম।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ আসামির স্বীকারোক্তি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুমনকে সোমবার ভোরে রাজধানীর গুলবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের পর পুলিশ জানায়, মিলন প্রতিদিনের মতো ২৫ আগস্ট রাত সোয়া ২টার দিকে রাইড শেয়ারে যাত্রী নিয়ে মালিবাগ থেকে শান্তিনগরের দিকে যাচ্ছিলেন। ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে মিলনের গলায় ছুরি চালিয়ে বাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

মিলন তার কাটা গলা চেপে ধরে দৌড়ে শান্তিনগরের দিকে নামতে থাকেন। দুই জন পথচারী মিলনকে উদ্ধার করে নিকটস্থ শান্তিনগর মোড়ে টহল পুলিশের কাছে নিয়ে যান। তাকে ঢাকা মেডিকেল ও পরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু মিলনকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর দিন মিলনের স্ত্রী শিল্পী আক্তার শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর