হেরোইন মামলায় আসামির যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 00:42:25

১৫০ গ্রাম হেরোইনের মামলায় চান মিয়া (৫০) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালত এ দণ্ড প্রদান করেন।

এছাড়া উক্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন আসামি চান মিয়া। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ওই একই আসামিকে ৫৬ পিস ইয়াবা রাখার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক ওজন ১৫০ গ্রাম। একই সঙ্গে তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় পল্লবী থানার এসআই মাজেদুল ইসলাম সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন।

রায় ঘোষণার আগে চার্জশিটভুক্ত ছয় জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্য নেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর