মিল্কভিটার চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 21:33:25

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) সিনিয়র অফিসারসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক কামরুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে আসামি করা হয়েছে- প্রতিষ্ঠানটির সিনিয়র অফিসার (বিপণন) মো. নুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক (বিপণন) আবু ছায়েদ, বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম ও গাজীপুর দুগ্ধ বিতরণকারী রিকশাভ্যান চালক সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার মো. ইউসুফকে।

অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর রূপনগর থানায় এ মামলাটি করেছিলেন মিল্কভিটার বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল হাসান। 

২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত সময়ে আসামিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের প্রমাণ পায় মিল্কভিটার তদন্ত কমিটি। এরপর তারা মামলা করার সিদ্ধান্ত নেয়। তবে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ৮১ লাখ ৮৪ হাজার ৭১৯ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর