প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 16:45:24

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন যুবলীগের এক নেতা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি (৫৩) এ মামলা দায়ের করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-আইন সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, শামসুজ্জামান দুদু গত ১৮ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, শেখ হাসিনাও বিদায় হবেন।' যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, দুদু এ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।

এ সম্পর্কিত আরও খবর