দুর্নীতির মামলায় হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-19 19:32:35

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বগুড়ার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ড। দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী।

গত ৭ জুলাই এ মামলায় লতিফ সিদ্দিকীর জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এর প্রেক্ষিতে আবার জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে লতিফ সিদ্দিকীসহ দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনার পাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

এ সম্পর্কিত আরও খবর