আনসার সদস্য হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 21:10:06

১৭ বছর আগে রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীর গুলিতে নিহত আনসার সদস্য ফজলুল হক হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে ফাঁসির দণ্ড দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আসামিরা হলেন- পাপ্পু ওরফে অন্তু, তারিকুর রহমান ওরফে শিবলী হোসেন ওরফে উজ্জল ও শুক্কুর আলী ওরফে সোহেল।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শুক্কুর আলীকে আরেক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আসামি শুক্কুর কারাগারে আটক আছেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। আসামিরা গ্রেফতার কিংবা আদালতে আত্মসমর্পণের পর তাদের সাজা কার্যকর হবে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০০২ সালের ১৩ মার্চ দুপুর পৌনে ১ টার দিকে ছিনতাইকারীর গুলিতে গুরুতর আহত হন কর্তব্যরত আনসার সদস্য ফজলুল হক ও জলিল ফরাজী। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। জলিল ফরাজী প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় ওই দিনই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরের বছর ৩১ মার্চ মামলাটি তদন্ত ২০০৪ সালের ১০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রায় ঘোষণার আগে চার্জশিটভুক্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইবুনালের স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভূঞা এবং আসামিপক্ষে ছিলেন মনির হোসেন মারুফ।

এ সম্পর্কিত আরও খবর