হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 19:52:22

তেজগাঁওয়ে অলি উল্লাহ ভুইয়া ওরফে কালু নামে এক যুবক হত্যা মামলার একমাত্র আসামি আলমগীর ওরফে মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আলমগীর ওরফে মুন্না চাঁদপুর সদর থানার মধ্য কল্যানদি গ্রামের মো. নুরুল ইসলাম সরদারের ছেলে।

২০১৫ সালের ৩ জানুয়ারি আসামির পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত অবস্থায় নিহত হন অলি উল্লাহ ভুইয়া ওরফে কালু। তাকে খুর দিয়ে জবাই করে হত্যা করা হয়।

আসামি গ্রেফতারের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। ওই ঘটনায় নিহতের বড় ভাই মো. আলমগীর হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার আগে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর